Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

এলজিইডির লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপনস অ্যান্ড রিকভারি প্রকল্পের কাজ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কোভিড-১৯ আমরা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডি পৌরসভা এবং সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশন -এর জনসাধারন উপকৃত হবে।

গতকাল রোববার অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিচালনা করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের। এ অনুষ্ঠানে ১০টি সিটি কর্পোরেশনের মেয়র এবং ৩২৯টি পৌরসভার মেয়র ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এলজিইডির আওতায় লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেসপনস অ্যান্ড রিকভারি প্রকল্পের কাজ শুরু হলো। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মন্ত্রী মহোদয়ের একক প্রচেষ্টায় একনেকে এ প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পটি তিন বছরের মধ্যে বিশ্বব্যাংকের নিয়ম মেনে বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী বলেন, প্রকল্প বাস্তবায়নে পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়রগণকে কাজ তদাররিক ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চেন বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের জন্য সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, নগর অবকাঠামো নির্মাণ, মেরামত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নতুন কর্মসংস্থান -এর জন্য কাজ করা হবে। সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাউথ এশিয়া রিজিয়ন বিশ^ব্যাংক মিসেস শেনহুয়া ওয়াং তিনি এই প্রকল্প বাস্তবায়নে নীতি মালা সর্ম্পকে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং প্রকল্প পরিচালক নাজমুস সাদৎ মো. জিল্লুর রহমান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ