Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাদুঘর পরিদর্শনে সাংস্কৃতিক মন্ত্রী
মহসিন রাজু, বগুড়া থেকে : সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বগুড়ার মহাস্থানগড় স্বীকৃতি পাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে সারা বিশ্ব আমাদের এই প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানবে। আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এর ফলে যেমন প্রসার পাবে, আবার এর মাধ্যমে পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক সাড়া মিলবে।’ গতকাল শনিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান জাদুঘর পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাংস্কৃতিক চর্চায় মনের উৎকর্ষ সাধিত হয় উল্লেখ করে তিনি বলেন, নতুন করে জাগরণের সৃষ্টির প্রয়াসে এবং চিরদিন যাতে মানুষ সাংস্কৃতিক অঙ্গনটাকে ধরে রাখতে পারে সে লক্ষেই সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঐতিহাসিক মহাস্থানগড়কে বেছে নেয়া হয়েছে।
আগামী ২১ জানুয়ারি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে উদ্বোধন করবেন। তার প্রাক-প্রস্তুতি হিসেবেই গতকাল সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর মহাস্থান জাদুঘর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন সাংস্কৃতিক সচিব আখতারী মমতাজ, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুজ্জামান, এনডিসি সঞ্জয় কুমার মোহন্ত, রাজশাহী প্রতœতত্ত্ব অধিদফতরের পরিচালক নাহিদ সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাগেবুল হাসান রিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, টিএমএসএসর নির্বাহী প্রধান ড. হোসনে আরা প্রমুখ।
পরিদর্শন শেষে জাদুঘর চত্বরে আদিবাসীদের নৃত্য অনুষ্ঠান উপভোগ করেন। পরে সাংস্কৃতিক মন্ত্রী মহাস্থানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাদুঘর ও তার আশপাশের এলাকাসহ রায়নগর মসলা গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।
 এরপর বিকেলে মন্ত্রী বগুড়া সার্কিট হাউজে বগুড়ার প্রশাসন, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিবৃন্দদের সাথে মতবিনিময় সভায় বসেন। সেখানে সার্ক কালচারাল সিটিতে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ