পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে কাঁচা মরিচের দাম কমলো ১০ টাকা। একদিন আগে প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচা মরিচের দাম কম হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে। এ কারণেই কাঁচা মরিচ আমদানি বন্ধ করে দিয়েছেন এই বন্দরের ব্যবসায়ীরা।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা বলেন, কয়েক দিন আগে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করে ২৫০ টাকায় উঠেছিল। বর্তমানে দাম কমে ৩০ টাকায় নেমেছে।
হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কয়েক দিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে মোকামগুলোতে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আগে শুধু বগুড়া থেকে কাঁচা মরিচ আসছিল। এখন নওগাঁসহ আশপাশের এলাকা থেকেও আসছে কাঁচা মরিচ। এতে বাজারে কাঁচা মরিচের সররবাহ অনেকটাই বেড়েছে গেছে। মোকামে আমরা যেমন কম দামে কাঁচা মরিচ কিনতে পারছি, তেমনি বাজারে কম দামে বিক্রিও করতে পারছি। দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও এর প্রভাব পড়েনি এই বন্দরের বাজারে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়ে যায়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেন সরকার। দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত ৬ আগস্ট ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয় এই বন্দর দিয়ে। বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচা মরিচের দাম কম হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে। এ কারণেই কাঁচা মরিচ আমদানি বন্ধ করে দিয়েছে এই বন্দরের ব্যবসায়ীরা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হলেও দেশের বাজারে এর কোন প্রভাব পড়বে না।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে ৬ শত ৬১ মেট্রিকটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।