Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাবেশে হামলায় আহত ১৫৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল সভাপতিসহ দুজন খুন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলার প্রতিবাদে গতকাল সারাদেশে বিএনপি বিক্ষোভ মিছিল বের বিএনপিবিএনপির প্রতিবাদ সভা আ. লীগের বাধার মুখে পন্ড হয়ে যায় বিভিন্ন স্থানে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির বহুসংখ্যক নেতা কর্মী আহত হন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে:

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও বিএনপির নেতাকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিপুর জহুরছড়া সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কর্মীরদের ছোড়া ইটপাটকেলে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, ওসি কামাল উদ্দিনসহ আহত হয়েছেন ১৪ জন পুলিশ। এছাড়া পুলিশের ছোড়া ফাঁকা রাবার বুলেট আহত হয়েছেন ছাত্রদল-যুবদলের অন্তত ২০ জন নেতাকর্মী।
নোয়াখালী ব্যুরো ও চাটখিল উপজেলা সংবাদদাতা জানান, চাটখিলে প্রতিবাদ সভার মঞ্চ, চেয়ার ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব শাহজাহান রানাসহ ৩০জন নেতা কর্মী আহত হয় বলে দাবি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সরকারি দলের নেতা কর্মীদের তান্ডব উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে চাটখিল বাজারের পূর্ব পাশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলার গোপালদী বাজারে কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে প্রতিবাদ সভা আ. লীগের বাঁধার মুখে পন্ড হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বিএনপির ৫ কর্মী আহত হয়। এ সময় কে বা কারা পার্শ্ববর্তী একটি বাঁশের দোকানে অগ্নি সংযোগ করে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। গতকাল বাদ জুমা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে নেতা কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাই বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মিঠাছড়া বাজারে উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীনগরে বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগ মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করে। এ সময় বিএনপির দাবি করেন ছাত্রলীগ বিনা উস্কানীতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ জন নেতা কর্মীকে মারধর করে।
গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, গলাচিপায় উপজেলা বিএনপি উদ্যোগে তৃনমূল নেতা কর্মীরা গলাচিপা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করলে বিভিন্ন ইউনিয়নের মোড়ে আ. লীগের নেতা কর্মীরা বাধার সৃষ্টি করে। এতে বিএনপির প্রায় ৩৫ জন নেতা কর্মী আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ