Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ করে

চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০৯ এএম

অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শো আসনে ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্তে নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, মনে হচ্ছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় দলটির চেয়ারম্যান একথা বলেন।

জিএম কাদের বলেন, এখনো দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে, ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমুলক। সাধারণ মানুষের ধারণা, কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ। বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এ এন এম রফিকুল ইসলাম সেলিম, এম এ হাশেম, ড. নাছির উদ্দিন বকুল, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, আলাল হোসেন, আলমাস, রাজ মোহাম্মদ ওমর ফারুক, আবুল বাশার, বজলুর রহমান মৃধা, মেহেদী হাসান রিয়াজ, প্রিন্সিপাল গোলাম মোস্তফা, নয়ন, মুকুল।



 

Show all comments
  • MD. Shohan Islam ২৬ আগস্ট, ২০২২, ৮:২১ এএম says : 0
    শুধু ঢাকা মিছিল মিটিং করলে হবে না, তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সভা সমাবেশ থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • মোঃ আমজাদ হোসেন ২৬ আগস্ট, ২০২২, ৮:২১ এএম says : 0
    জাতীয় পাটি জিন্দাবাদ জিএম কাদের স‍্যার জিন্দাবাদ পল্লীবন্দু এরশাদ অমর হোক।
    Total Reply(0) Reply
  • Uchan Maung Rk ২৬ আগস্ট, ২০২২, ৮:২১ এএম says : 0
    এগিয়ে যান স্যার জনগণ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে
    Total Reply(0) Reply
  • Mizan Khan Mizan Khan ২৬ আগস্ট, ২০২২, ৮:২১ এএম says : 0
    শুভ কামনা রহিল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ