Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্বাচলে প্লট জালিয়াতি মামলায় আসামি অতিরিক্ত সচিবসহ ৫ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৮:০৩ পিএম

প্রতারণার মাধ্যমে পূর্বাচল নতুন উপশহর এলাকায় তিন কাঠার প্লটকে বসতবাড়ি দেখিয়ে আদিবাসী কোটায় বরাদ্দ দেওয়ার অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. ইউসুফ ফারুক, ফরিদপুরের মধুখালীর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এসএম হাবিবুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন ভূঞা এবং প্লট গ্রহণকারী মোসা. জাহানারা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পূর্বাচল নতুন উপশহর এলাকায় ৫ নম্বর সেক্টরের ৩১৫ নম্বর রোডের ১ নম্বর প্লটকে (তিন কাঠা) বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে আদিবাসী কোটায় বরাদ্দ দিয়েছেন। অনুসন্ধানকালে আসামি জাহানারা বেগমের জমির মালিকানা অর্জন, নামজারি, ডিসিআর, ভূমি উন্নয়ন কর পরিশোধের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া সরেজমিন ডিসি অফিস, নারায়ণগঞ্জ একাধিকবার পরিদর্শনকালেও জমির বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে মালিকানার স্বপক্ষে দাখিলকৃত রেকডর্পত্র মেলেনি। যে কারণে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।তদন্তকালে নতুন কোনো তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা চার্জশিটে যোগ করা হবে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ