Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে; বাংলাদেশ ব্যাংক-এর এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর পরিচালক মো. জাকের হোসেইন এবং আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। মোট ২৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে সিএমএসএমই উদ্যোক্তারা সর্বোচ্চ ৭% হার সুদে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদী ঋণ পাবেন। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক-এর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের; নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক; আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ