Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নিহার লাভলী টাইম উইথ তানজিন তিশা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৪:৩০ পিএম

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের নতুন অ্যারাবিয়ান পারফিউম ইন্সপায়ার্ড হেয়ার অয়েল নিহার লাভলী আয়োজিত ‘নিহার লাভলি টাইম উইথ তানজিন তিশা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিহার লাভলী’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা নিহার লাভলী টিমের সাথে ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুল ও কলেজ প্রাঙ্গনে এবং পরে টাউনহল কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন; ভারপ্রাপ্ত অধ্যক্ষ; এবং নিহার লাভলি’র প্রতিনিধিদের স্বাগত বক্তব্যের পর মঞ্চে আসেন তানজিন তিশা। ভক্তদের বাধ-ভাঙ্গা উচ্ছ্বাসে সিক্ত হয়ে সকলকে অনুষ্ঠানে স্বাগত জানান তিনি। ময়মনসিংহ আসতে পারার ও নিহার লাভলির সাথে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশের পর তিশা কিছু তার সিক্রেট বিউটি টিপস শেয়ার করেন। অনুষ্ঠানে, ভক্তদের জন্য পছন্দের অভিনেত্রীর সাথে সেলফি তোলার সুযোগ, কন্টেস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রশ্নোত্তর পর্ব, মজার কিছু অ্যাক্টিভিটি ও গেমসের ব্যবস্থা ছিল। ময়মনসিংহের সকল নারীরা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

অনুষ্ঠানে তানজিন তিশা বলেন, অধীর আগ্রহে এই দিনটার অপেক্ষায় ছিলাম এবং অবশেষে আজ আমার খুবই পছন্দের একটি শহর ময়মনসিংহে আসতে পেরে খুবই ভালো লাগছে। এমন জাঁকজমকপূর্ণ একটি আয়োজন করায় নিহার লাভলিকে অসংখ্য ধন্যবাদ। নিহার ন্যাচরালস রিজানের এক নম্বর হেয়ার অয়েল ব্র্যান্ড এবং নিহার লাভলি অ্যারাবিয়ান পারফিউম ইন্সপায়ার্ড হেয়ার অয়েল ব্র্যান্ডটির নতুন একটি পণ্য। এতে আছে নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সম্মিলিত পুষ্টি, যা চুল পড়া নিয়ন্ত্রণ করে এবং চুলকে মজবুত করে তোলে। আর এই নতুন দিনের হেয়ার অয়েলে আরও আছে অনন্য অ্যারাবিয়ান পারফিউম যা চুলকে সুবাসিত সারাদিন। বিশেষ করে, এই অ্যারাবিয়ান সুগন্ধির জন্য আমি ব্যক্তিগতভাবে এই তেলটি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। নিহার লাভলি নিয়ে এতো এতো ইতিবাচক মন্তব্য শুনে সত্যিই ভীষণ গর্ববোধ হচ্ছে যে, আমিও এই ব্র্যান্ডের একটি অংশ। পরম আতিথেয়তার জন্য ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুল ও কলেজ কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবারও ময়মনসিংহ আসবো বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ