Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনে আরবী শিক্ষা কোর্স চালু

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরব পূর্ব এশিয়ায় আরব সংস্কৃতি প্রসারে আগ্রহী হয়ে উঠেছে। এ লক্ষ্যে দেশটি চীনে প্রথমবারের মতো একটি আরবী শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছে। সউদী লেখক ও অ্যাক্টিভিস্ট নাসরিন কাওয়াস একথা জানান। নাসরিন তার লেখালেখির মাধ্যমে চীনে সউদী সংস্কৃতি পরিচিত করে তুলছেন। তিনি বলেন, সংস্কৃতিক ব্যবধান ঘোচানোর লক্ষ্যে ওএসএএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি ব্যাপক গবেষণা ও সমীক্ষার মাধ্যমে এ কোর্সটি প্রণয়ন করে। তিনি বলেন, চায়না সংস্কৃতির শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ৭ বছর ধরে গবেষণার পর তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, চীনা ভাষায় শিক্ষা সংক্রান্ত পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে পাঠদান ও শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন পদ্ধতির পাশাপাশি বিশেষ কিছু বিষয়ে বিবেচনায় নিতে হবে। আর সে অনুযায়ী তারা চায়না সংস্কৃতির উপযোগী করে আরবী ভাষা শিক্ষার বইয়ের একটি সিরিজ তৈরি করেছেন। নাসরিনকে তার এ গবেষণা ও সমীক্ষার জন্য চীনা রাষ্ট্রদূত ২০১৬ সালের এপ্রিল মাসে তাকে সম্মানিত করেন। সূত্র : এএফপি।



 

Show all comments
  • BULBUL AHMED ৩ ডিসেম্বর, ২০১৬, ১০:২৮ পিএম says : 0
    আমার একটি ডিকশনারী প্রয়োজন, যেখানে বাংলা শব্দের ইংরেজী এবং আরবি শব্দ উচ্চারণ সহকারে থাকবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ