পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের অনেক রাজনৈতিক দলের সংশয় ও ইভিএমকে ত্রুটিমুক্ত করার প্রস্তাবকে আমলে না নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হতাশাব্যঞ্জক। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন হুদা কমিশনের সিদ্ধান্তকেই বহাল রাখল। এর জন্য সংলাপের প্রয়োজন ছিল না। ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টি নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে। তবে ইভিএম নিয়ে সন্দেহ ও অবিশ্বাস দূর করতে ইভিএমে ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল (ভিত্তিপ্যাড) সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যাতে ভোটার তার ভোট ঠিকভাবে দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেন।
এ ছাড়া হাতের ছাপ না মেলার কারণে প্রিসাইডিং অফিসারদের হাতে কোনো ভোট সংরক্ষিত না রাখার দাবি করা হয়েছিল। কিন্তু এসব দাবি না মেনে; বরং ত্রুটিপূর্ণ ইভিএম মেশিনই কেনার কথা বলা হয়েছে। কাজে ইভিএম ব্যবহারের পক্ষে কোনো যুক্তি ভোটারদের বিশ্বাসযোগ্য হবে না। একই সঙ্গে নির্বাচন ও ভোট নিয়ে চলমান বিতর্ক অব্যাহত থাকবে। ইভিএম সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস দূর করতে ওই সব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিলেই কেবল ইভিএম নিয়ে বিতর্ক নিরসন করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।