Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চা বাগানে জাহাঙ্গীর হত্যা : দন্ডিত সাত আসামি হাইকোর্ট খালাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চা বাগানে জাহাঙ্গীর হত্যা মামলায় দন্ডিত ৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।আসামিপক্ষের আপিল শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। সিলেটের দলদলি চা বাগানে ২০০৪ সালের ১ সেপ্টেম্বর ফরিদ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম খুন হন।এ ঘটনায় তার বাবার করা মামলায় ২০০৫ সালের ৩১ জানুয়ারি ৮ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ১৪ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা নগরীর কলবাখানি এলাকার শরীফ উদ্দিনকে মৃত্যুদন্ডের দন্ডিত করেন।একই সঙ্গে আসামি ইকবাল মিয়া,গুলজার আহমদ,কালাম মিয়া,নয়ন ওরফে রিপন,রাজ্জাক,জলিল ও হাসানকে যাবজ্জীবন কারাদন্ড দেন।

পরে মৃত্যুদন্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দন্ডিত আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।এসময সরকারপক্ষের আইনজীবী হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ শুনানিতে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ