পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিআইডি প্রধান হিসেবে যোগদান করেছেন সদ্য দায়িত্ব পাওয়া অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তার যোগদানের সময় ফুল দিয়ে সংবর্ধনা জানান সহকর্মীরা।
এ সময় তিনি দায়িত্ব বুঝে নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় সিআইডির সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ বিশেষ পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
গত ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নতুন সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আলী মিয়া ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নরসিংদী, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সর্বশেষ টুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আলী।
উল্লেখ্য, সিআইডির প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে গেছেন। গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ার সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। এর পর থেকে সিআইডির একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) সিআইডির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।