Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২২ কোটি টাকা পাচার মামলা সম্রাটের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

২২২ কোটি টাকা পাচার মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের জামিন মঞ্জুর হয়েছে।
গতকাল সোমবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে অন্তবর্তীকালিন জামিন দেন। ১০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করা হয়। সম্রাটের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী।
তাকে জামিন দেয়া হয়েছে শর্তসাপেক্ষে। আদালত তার আদেশে সম্রাটের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। জামিনের মেয়াদ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
জামিন শুনানিতে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী বলেন, সম্রাট এর আগে চিকিৎসার প্রয়োজনে গত ১০ এপ্রিল জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু হাইকোর্ট তার জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিচারিক আদালতকে মেডিক্যাল রিপোর্ট তলব এবং জমা দেয়া হলে জামিনের আবেদন নিষ্পত্তি করারও নির্দেশ দেন হাইকোর্ট। গত ২৪ মে সম্রাট আত্মসমর্পণ করে জামিন চাইলে সেটি নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানো হয় তাকে।
জামিন শুনানির আগে সকালে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ৪ মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান অ্যাডভোকেট সমাজী।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, অবৈধ সম্পদ অর্জন এবং ২২২ কোটি টাকা মালয়েশিয়া-সিঙ্গাপুর পাচার সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দেয়া হয়। একইসঙ্গে যুবলীগ থেকেও বহিষ্কার করা হয়। গ্রেফতারের দুই বছর পর ২০২০ সালের ২৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জশিট তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ