Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিপিও’র তিন কর্মচারি কারাগারে গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গ্রাহকের ২৯ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় চট্টগ্রাম জিপিও’র তিন কর্মচারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসা শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত সেটি নাকচ করে দেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়।চার্জশিটআসামিরা হলেন, পোস্টাল অপারেটর জয়নাল আবেদীন,কবির আহমদ ও মো: হাসান।
গত ৭ জুলাই দাখিল করা চার্জশিটে উল্লেখ করা হয়,২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের অর্থ সঠিক হিসাবের পরিবর্তে ভুয়া হিসাবে জমা করে পরষ্পর যোগসাজশে উত্তোলন ও আত্মসাত করেন আসামিরা।এভাবে তারা ৯টি সঞ্চয়ী ও একটি মেয়াদি হিসাবের বিপরীতে ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ