পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বানানো অভিযোগে বিএনপি নেতকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে ক্ষমতার মসনদকে সুরক্ষিত করার অপচেষ্টা করছে। তবে জনগণের আন্দোলনে সরকারের পতন হবে। তিনি গতকাল রোববার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ দুই মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা মিজানুর রহমানের সংবর্ধনা সমাবেশে এসব কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। কিন্তু মিথ্যা মামলা ও কারাগারকে বিএনপির নেতাকর্মীরা এখন ভয় পান না। কারাগার এখন নেতাকর্মীদের কাছে রাজনীতির পাঠশালা। তারা মানুষের অধিকার আদায় করতে একবার নয় শতবার কারাগারে যেতে প্রস্তুত আছে।
বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।