Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা দেশে জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এ দিবসটি উপলক্ষে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে :

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি, জন্মাষ্টমী। গতকাল শুক্রবার সকালে জন্মাষ্টমী উপলক্ষ্যে নগরীর ২নং রেল গেট এলাকা থেকে শুরু হয় শোভা যাত্রা। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সার্বিক তত্বাবাধায়নে শোভা যাত্রার উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল স্বামী একনাথানন্দ মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন, ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাসুদেব চক্রবর্তি, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল প্রমুখ নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য্যরে মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হোসেন রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে। এতে হিন্দু ধর্মাবলম্বী সকল নারী-পুরুষ ও শিশুসহ সবায় অংশগ্রহণ করেন।

জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জয়পুরহাট কেন্দ্রীয় শীব মন্দির চত্বরে গতকাল বেলা ১১টায় জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। এ সময়ে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট. হৃষিকেশ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রমুখ নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, দেশ ও জাতীর মঙ্গল কামনায় চুয়াডাঙ্গায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রো-ভিসি ড. মো. আব্দুস শহীদ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নেতৃতে শিল্পকলা একাডেমি চত্তরে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, নাদের আলী মিয়া, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কালিমন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে উপজেলা শাখা পূঁজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল মিজানুর রহমান প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, হাটহাজারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এতে সাবেক মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদযাপন পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক নাথ, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন সবুজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ