পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এ দিবসটি উপলক্ষে ঢাক ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মন্দিরে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে।
দুষ্টের দমন ও সৃষ্টের পালনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শহর ও শহরতলীর বিভিন্ন মন্দির হতে বিপুল সংখ্যক ভক্ত ও হিন্দু ধর্মালম্বীরা বাদ্য বাজনা নিয়ে হাজির হন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন সনাতন ধর্মালম্বীরা।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।