পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ও জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। অবৈধ অনুপ্রবেশকারীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা সৃষ্টি করতে না পারে তাদের নজর রাখতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানের কাছে পাঠানো হয়েছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ২৮ ডিসেম্বর দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন হবে। কমিশনের সিদ্ধান্ত তুলে ধরে ইসি সচিব চিঠিতে বলেছেন, নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে সেদিকে নজর দেয়ার জন্য জোর দিয়েছে ইসি। সংখ্যালঘু ধর্মাবলম্বীদের নিরাপত্তার সর্বপ্রকার ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা সৃষ্টি করায় তাদের বিষয়ে তীক্ষè নজর রাখতেও হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।