Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কমপ্লায়েন্স ওয়ার্কশপের আয়োজন করল রবি

প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:০০ এএম, ২ ডিসেম্বর, ২০১৬

পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের জন্য সাতক্ষীরায় স¤প্রতি বায়োমেট্রিক সিম নিবন্ধন এবং টেলিযোগাযোগ সম্পর্কিত অন্যান্য নীতিমালা ও নির্দেশনা অনুসরণের জন্য একটি কমপ্লায়েন্স ওয়ার্কশপের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি। শহরটির সার্কিট হাউজে আয়োজিত ওয়ার্কশপটিতে ওই অঞ্চলে কর্মরত রবির কর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। তিনি একটি ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ জীবন ধারণের জন্য নীতিমালা ও নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। এমন একটি সচেতামূলক আয়োজনের জন্য রবির প্রশংসা করেন তিনি। পাশাপাশি সমাজে অপরাধমূলক কার্যক্রম চিহ্নিত করতে সঠিকভাবে বায়ামেট্রিক নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে এমন সেশনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। গ্রাহক পর্যায়ে রবির পণ্য ও সেবা প্রদানকারী কর্মীদের নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় উদ্দীপ্ত করার জন্য সেশনটির আয়োজন করা হয়। এমন আয়োজনের মাধ্যমে কার্যক্রম পরিচালনায় নীতিমালা ও নির্দেশনার প্রতি রবির আনুগত্য আরো দৃঢ় হবে বলে প্রত্যাশা অপারেটরটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির কমপ্লায়েন্স গভর্ন্যান্স ডিপার্টমেন্টর রহিম উর রহমান, নাহিদ আমিন, কানিজ ফাতেমা, মুহাম্মদ মঞ্জুরুর রহমান ও মোহাম্মদ মুসা। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ