Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভৈরব নদ ও আত্রাই নদীতে সেতু নির্মাণে খুলনাঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা আসবে

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনার ভৈরব নদের নগরঘাটা সেতুর ৬২৫ মিটার দৈর্ঘ্য এবং আত্রাই নদীর আড়–য়ায় ৮০০ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। নগরঘাটা সেতু নির্মাণে ২৮৮ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা ও আড়–য়া সেতু নির্মাণে ৩৬৯ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত ভৈরব নদের ওপর নগরঘাটা সেতু ও আত্রাই নদীর ওপর আড়–য়া সেতু সম্পর্কে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ভৈরব নদ ও আত্রাই নদীর ওপর সেতু নির্মিত হলে খুলনার সাথে দিঘলিয়া, তেরখাদা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতিতে গতিশীলতা আসবে। দক্ষিণাঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কগুলো জরুরিভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: রুহুল আমীন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রব, নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, যশোরের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল, উপবিভাগীয় প্রকৌশলী মো: মামুন কায়সার, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ