Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় ১০ কোটি টাকা কর আদায় ৪ হাজার নতুন করাদাতা

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় কর সপ্তাহ উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে করদাতাদের কর প্রদান করতে দেখা গেছে। নওগাঁ জেলায় ২০১৬-১৭ করবর্ষে প্রায় ৪ হাজার নতুন করদাতা কর প্রদান করেছেন। কর সপ্তাহ উপলক্ষে গত বুধবার ছিল বিনা জরিমানায় কর প্রদানের শেষ দিন।
উপ-কর কমিশনারের অফিস সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত নওগাঁ জেলার ৪টি সার্কেলে মোট কর প্রদান করেছেন ১৬ হাজার ৪৩৩ জন। এর মধ্যে প্রায় ৪ হাজার রয়েছেন নতুন করদাতা। এ বছর এ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা আয়কর আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় (২০১৬-২০১৭) প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বেশি। নওগাঁর উপ-কর কমিশনার কার্যালয়ের সার্কেল-৩ এর সহকারী কমিশনার সুমন চন্দ্র কুÐু জানান, জেলায় এ বছর প্রায় ৪ হাজার নতুন করদাতা কর প্রদান করেছেন। এটা শুভ লক্ষণ। করাদাতাদের সচেতনতায় স্থানীয়ভাবে ১১টি উপজেলায় মাইকিং, আয়কর মেলা, পত্রিকায় বিজ্ঞাপন, স্থানীয় মিডিয়াগুলোতে প্রচারের সুফল আমরা পেয়েছি। তিনি আরো জানান, যারা সময় বৃদ্ধির আবেদন করেছেন তারা সরকার নির্ধারিত বিধি মোতাবেক ২০১৭ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। জরিমানাসহ কর আদায়ের কার্যক্রম সারাবছরই অব্যাহত থাকবে।
সপ্তাহ উপলক্ষে বিনা জরিমানায় কর পরিশোধের মেয়াদ বুধবার শেষ হলেও গতকাল বৃহস্পতিবার নওগাঁ কর অফিসে করদাতাদের কর পরিশোধ করতে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ