পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের বরেণ্য শিক্ষাবিদ, চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের চেয়ারম্যান, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, লেখক, শিক্ষক নেতা এ কে মাহমুদুল হকের স্মরণ সভা ও দোয়া মাহফিল গত শনিবার নগরীর জামাল খানস্থ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
সিনিয়র শিক্ষক সৈয়দুল আলমের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহিদা নাসরিন শিউলী, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, মরহুমের বড় পুত্র ও সহকারী প্রধান শিক্ষক নুরুদ্দিন মাহমুদ, মরহুমের ভ্রাতুষ্পুত্র ডাচ বাংলা ব্যাংকের ভিপি জাবেদ মোরশেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এস এম শিবলী নোমানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।