Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাঙ্গুনীয়ায় জিল্লুর ভান্ডারী হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় আলোচিত জিল্লুর ভান্ডারী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. তোতা মিয়াকে ৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার র‌্যাব-৭ এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। গ্রেফতার তোতা মিয়া রাঙ্গুনীয়ার বাইশ্যার ডেবা এলাকার আবু সালেহ ওরফে বইল্যার ছেলে।

তোতা মিয়া ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় অবস্থান করার সংবাদ পেয়ে গতকাল ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তোতা মিয়া পেশায় যাত্রীবাহি জীপ গাড়ি চালক। হত্যাকাণ্ডের পর গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় আত্মগোপন করে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনীয়ায় রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়।
এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তোতা মিয়াসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ