Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীর রামপুরায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরায় ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়নি।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে র‌্যাব ২ টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও মোবাইল ফোন উদ্ধার করেছে।
র‌্যাবের ভাষ্যমতে, একদল সন্ত্রাসীর সাথে র‌্যাবের গুলি বিনিময় হয়। এতে ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দঙ্গলবার দিবাগত  গভীর রাতে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছেন। নিহতদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর, অন্যজনের ৩৫ হতে পারে বলে তিনি ধারণা পোষণ করেন।
হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে সাদাকালো ফুল শার্ট, জিন্সের প্যান্ট ও জ্যাকেট রয়েছে। নিহতের বুকের বামপাশে দু’টি, ডান পাশে একটি, পিঠে তিনটি ও বগলের নিচে একটিসহ মোট সাতটি গুলির চিহ্ন রয়েছে। অপরজনের বয়স প্রায় ৩৬ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ