পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জ্বালানির তেলের মূল্যবৃদ্ধিতে লঞ্চ ভাড়া সর্বনি¤œ ১৯ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়িয়ে সমন্বয়ের প্রস্তাব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভাড়া নির্ধারণ কমিটি।
কমিটির সদস্য সচিব বিআইডবিøউটিএ পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সব কিছু বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে আট ধরনের ভাড়ার হার প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো— ১৯.৫%, ২২%, ২৫%, ৩০%, ৩৫%, ৪০%, ৪২% কিংবা ৫০% । এই প্রস্তাব সচিবের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তিনটি বিষয় পর্যালোচনা করে এই ধাপগুলো তৈরি করা হয়েছে। সে হিসাবে ১৯ দশমিক ৫ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া বাড়বে ৪৫ পয়সা। ২২ শতাংশে বাড়বে ৫১ পয়সা, ২৫ শতাংশে ৫৭ পয়সা, ৩০ শতাংশে ৬৯ পয়সা, ৩৫ শতাংশে ৮০ পয়সা, ৪০ শতাংশে ৯২ পয়সা, ৪২ শতাংশে ৯৬ পয়সা আর ৫০ শতাংশ হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ টাকা ১৫ পয়সা।
রফিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহণের ভাড়া বেড়েছে ২২ শতাংশ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ আর মালিক সমিতি ৫০ শতাংশ দাবি করেছে। এই তিন বিষয় পর্যালোচনা করে এ ধাপগুলো তৈরি করা হয়েছে। এখন সরকার এই ৮ ধাপের একটিকে উপযুক্ত মনে করে গ্রহণ করে গেজেট প্রকাশ করবে বলে জানান ওয়ার্কিং কমিটির এ সদস্য সচিব।
গত সোমবার সচিবালয়ে ভাড়া বৃদ্ধি নিয়ে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে নৌযানের ভাড়া যৌক্তিক পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়। এদিকে, নৌমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব জানিয়ে ১০ আগস্ট ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন নৌ সচিব মোস্তফা কামাল।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনি¤œ ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।