পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনভর ঝলমলে রোদ। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নেই। তবে জোয়ারে প্লাবিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিশাল এলাকা। প্রবল জোয়ারে রাস্তাঘাট, আবাসিক ও বাণিজ্যিক এলাকা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। পূর্ণিমা ও দুর্বল হয়ে যাওয়া স্থল নিম্নচাপের দ্বিমুখী প্রভাবে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে নগরীর বিশাল এলাকা। এছাড়া চট্টগ্রামের উপক‚লীয় অঞ্চলেও প্রবল জোয়ারে তলিয়ে যায় ফসলের মাঠ, বসতবাড়ি।
গতকাল বৃহস্পতিবার প্রবল জোয়ারে নগরীর অনেক এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। নগরীর পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ, ছোটপুল, শান্তিবাগ, মনসুরাবাদ, চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ, চান্দগাঁও, শুলকবহরসহ অনেক এলাকার অলিগলি, সড়ক, দোকানপাট জোয়ারে প্লাবিত হয়। আগ্রাবাদ-সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, শান্তিবাগ, গুলবাগ, মনসুরাবাদের বিশাল এলাকায় বাসাবাড়িতে পানি উঠে যায়। সড়ক তলিয়ে যায়। দোকানপাটেও জোয়ারের পানি ঢুকে যায়। এতে চরম বিপাকে পড়েন এলাকার বাসিন্দারা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাঁটুসমান পানি ভেঙে চলাচল করেন।
নগরীর অন্যতম পাইকারি বাজার চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জের প্রায় প্রতিটি সড়ক, অলিগলি জোয়ারে প্লাবিত হয়। দোকান, গুদাম ও আড়তে পানি ঢুকে বিনষ্ট হয় মালামাল। জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় পণ্য পরিবহন থমকে যায়। কমে যায় ক্রেতার উপস্থিতি। নগরীর বড় বড় খালগুলোতে পানিবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের আওতায় সংস্কার কাজ চলছে। খালের মুখে ¯øুইস গেইট ও রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য বাঁধ দেয়া হয়। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। প্রবল জোয়ারে কর্ণফুলী নদী থেকে খাল, নালা হয়ে নগরীতে জোয়ারের পানি ঢুকে পড়ে।
ভাটার সময় জোয়ারের পানির সাথে নেমে আসা আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে ভাটা শুরু হলেও অনেক এলাকা ঘণ্টার পর ঘণ্টা পানিতে তলিয়ে থাকছে। রাতে-দিনে দুই দফায় জোয়ারে প্লাবিত হচ্ছে মহানগরী। এদিকে জেলার আনোয়ারা, বাঁশখালী, সীতাকুন্ড, মীরসরাই, স›দ্বীপসহ উপক‚লীয় অঞ্চল প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে। ক্ষেতের ফসলের পাশাপাশি মাছের খামার, ঘরবাড়ি জোয়ারে প্লাবিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।