পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলসের ১৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান হাজী মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও মনিররুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় বক্তব্য রাখেন অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি কম, মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম, টঙ্গীস্থ বৃহত্তম ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব মোস্তাফিজুর রহমান টিটু, টঙ্গীস্থ নোয়াখালী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, মন্নু টেক্সটাইল মিলের চেয়ারম্যান হারুন অর রশিদ, পরিচালক হাজী মফিজ উদ্দিন, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল জলিল গাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগরে সদস্য মোয়াজ্জেম হোসেন, তৃণমূল জনসংগঠনের সভাপতি মিন্নত আলী মিনু, যুবলীগ নেতা ফারুক আহম্মেদ, সোলায়মান মিয়া, শ্রমিক নেতা ধনু মিয়া প্রমুখ।
উলেখ্য, ২০০১ সালে টঙ্গীর অলিম্পিয়া টেক্সটাইল মিলস্, মন্নু ফাইন কটনমিলস্, মেঘনা টেক্সটাইল মিলস্, গাজীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উলাহ মাস্টার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে শ্রমিকদের মাঝে মিল ৩টি কিস্তিতে পরিশোধের মাধ্যমে হস্তান্তর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।