Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টিলে ট্যারিফ প্রত্যাহারের দাবি দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:১৬ পিএম, ৩০ নভেম্বর, ২০১৬

অর্থনৈতিক রিপোর্টার : দেশের ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্পের কাঁচামাল হিসাবে সেকেন্ডারি কোয়ালিটির স্টিল আমদানীতে ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। গতকাল বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের আয়োজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে প্রায় তিন শতাধিক ব্যাবসায়ী অংশগ্রহণ করে। মানববন্ধন সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক হাজী নাসির উল্লাহ বলেন, বাণিজ্যিক আমদানীকারক ও বন্ডের সুবিধাভোগীদের মধ্যে শুল্ক পার্থক্য প্রতি টনে বিশ হাজার টাকা। আমদানী পর্যায়ে এই বিশাল পার্থক্য থাকার ফলে কোনো প্রকার প্রক্রিয়াকরণ না করে সিআর প্রতিষ্ঠানগুলো আমদানীকৃত বন্ডের মাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করছে। এর ফলে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্য দিকে সর্বোচ্চ শুল্ক দিয়ে মাল আমদানী করার ফলে বাণিজ্যিক আমদানীকারকরা মাল বিক্রয় করতে পারছে না। এতে তারা প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছে এবং ব্যাংক দেনা পরিশোধ করতে না পেরে দেওলিয়া হয়ে পথে বসেছে। অপরদিকে আমাদের আমদানী দিন দিন কমে যাওয়ার ফলে লাখ লাখ শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় কোটির ওপরে লোক বেকার হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার তার লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব অর্জন করতে পারছে না। এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করে তিন দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হল, লৌহ শিল্পের কাঁচামাল সেকেন্ডারি কোয়ালিটি স্টিল শুল্কায়নে অযৌক্তিকভাবে বর্ধিত ট্যারিফ  প্রত্যাহার করতে হবে। প্রাইম কোয়ালিটির ন্যায় সেকেন্ডারি কোয়ালিটি স্টিলের ইনভয়েস ভ্যালূর ওপর শুল্কায়ন নির্ধারণ করতে হবে। স্টিলের ওপর সকল অবৈধ বন্ড ও ট্যাক্স সুবিধা বাতিল করতে হবে। আমদানী পর্যায়ে সেকেন্ডারি ন্যায় প্রাইম কোয়ালিটির মাল ১০০ শতাংশ কায়িক পরীক্ষা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আবু জর গিফারী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন নুরানী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আবুল কাসেম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ