Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাতে ‘সিটিজেম’ প্রায়োরিটি ব্যাংকিং সেন্টারের উদ্বোধন

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিটি ব্যাংক তার প্রায়োরিটি গ্রাহকদের জন্য উত্তরাতে ‘সিটিজেম’ প্রায়োরিটি ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্্ (বিএবি)-এর ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ এ সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ফারুক মঈনউদ্দীনসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সেন্টারটি উদ্বোধন করে রুবেল আজিজ বলেন, ‘সিটি ব্যাংকের উত্তরোত্তর উন্নতির প্রধান কারণ গ্রাহক সেবা। সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিং সেন্টার গ্রাহকদের চাহিদা মোতাবেক সেবা দেবে। বিশেষ করে উত্তরার বাসিন্দারা এ সেন্টারের মাধ্যমে বিরাটভাবে উপকৃত হবেন’। এই সেন্টারে গ্রাহকরা পাবেন অনন্য সব সেবা যেমন গ্রাহকের ব্যক্তিগত ব্যবহারের জন্য ভার্চুয়াল অফিস, সিটি ব্যাংকের সৌজন্যে লাঞ্চ, সংরক্ষিত গাড়ি পার্কিং সুবিধা ইত্যাদি। আরও রয়েছে ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস, ভ্রমণ সহায়তা সেবা কেন্দ্র, প্রোপার্টি ও রিয়েল এস্টেট সম্পর্কিত নানা তথ্যের জন্য বিশেষ ডেস্ক প্রভৃতি।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ