Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুব জাগপা নেতার বাবার মৃত্যুতে জাগপা’র শোক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মরহুম শফিউল আলম প্রধানের পরীক্ষিত সৈনিক, যুব জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা যুব জাগপা’র সভাপতি ইমরুল কায়েস রুপমের পিতা মো. আনোয়ারুল ইসলাম আনু (৭৮) গতকাল সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং যুব জাগপা›র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হোসনে আরা হাসু প্রমূখ।

গতকাল এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবনেতা ইমরুল কায়েস রুপমের পরিবার ছিলেন জাগপার বিশ্বস্ত রাজনৈতিক পরিবার। রুপমের মরহুম পিতা আনোয়ারুল ইসলাম আনু একজন নীতিবান ও সমাজসেবক মানুষ ছিলেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদায়ী রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ