পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের হটকারি সিদ্ধান্ত ও জাতির সঙ্গে প্রতারণা। জ্বালানি খাতে সরকারের ভ্রান্ত নীতি, অদক্ষতা ও লাগামহীন দুর্নীতির কারণে এই সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে মানুষের জীবন যাত্রা আরও দুর্বিষহ হয়ে পড়বে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল রাজধানীতে আয়োজিত বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এ সব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। এতে নেতারা বলেন, জ্বালানি খাতে সরকারের ভ্রান্ত নীতি, অদক্ষতা ও লাগামহীন দুর্নীতির কারণে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইএমএফের ঋণ পাওয়ার শর্ত পূরণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর ফলে জনগণের সঞ্চয় ও সম্পদ এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে।
সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। এই মূল্যবৃদ্ধির টাকা লুটেরা ব্যবসায়ী ও রাজনীতিকদের পকেটে চলে যাবে। এ সময় বক্তারা বলেন, সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে একতরফা মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যখন কম ছিল, সে সময় সরকার কয়েক বছরে ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিল। এই লাভের অংশ দিয়েই সমন্বয় করা যেত। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। জ্বালানি তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া দেশের অর্থনীতিতে এক ভয়াবহ বিরূপ প্রভাব ফেলবে।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় মুক্তিকাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা। সমাবেশ পরিচালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সংগঠক হেমন্ত দাস।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কমরেড শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। সমাবেশ সঞ্চালনা করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।