পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পীরডাঙ্গী কবরস্থানে ১৭টি কবর থেকে লাশের কঙ্কাল চুরি মামলা তদন্তের প্রথম ধাপে গত বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরগুলো খুঁড়ে মোট ৮ টি কঙ্কাল চুরি যাওয়ার সত্যতা পেয়েছে পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে মামলা হয়েছিল থানায়, আদালতের অনুমোদন সাপেক্ষে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে তদন্ত করা হয়েছে। ১৭টি কবর খুঁড়ে দেখা গেছে ৮টি কবরের মধ্যে কঙ্কাল পাওয়া যায়নি, বাকিগুলোতে আছে।
থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগের উপস্থিতিতে পুলিশ কবরগুলো খুঁড়ে ৮টি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়ে নিশ্চিত হয়েছে তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত এ ব্যাপারে কোন কিছু বলতে পারেননি। উল্লেখ্য, পীরডাঙ্গী কবরস্থানের প্রায় ১৭টি পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।