পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আওয়ামী লীগ আগামী শুক্রবার সারাদেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করবে। প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বিকালে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সারাদেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্য মিলাদ ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে শোকরিয়া, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার টিকাটুলি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনা রবিবার হাঙ্গেরি যাবার পথে বাংলাদেশ বিমান বোয়িং-৭৭৭ এর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তুর্কিমেনিস্তানের বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এ দুর্ঘটনা থেকে রক্ষা পান শেখ হাসিনা।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রাশুরুল হক শাহীন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন টিকাটুলি জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মো: ওয়ালিউল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।