পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাটোর জেলার হয়বতপুর ফাজিল মাদরাসার পরিচালনা পরিষদ গঠনকে কেন্দ্র করে মাদরাসার প্রিন্সিপালকে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের গায়ে যারা হাত উঠায় তারা মানুষ নামের কলঙ্ক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সরকারের আধিপত্য বিস্তারের যে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে তা বন্ধ না হলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে শিক্ষাহীন জাতি গড়ে উঠবে। যা কারো কাম্য নয়। মাদরাসার শিক্ষকদের উপর হামলাকারী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে এবং শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে মাদরাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী মাসুমকে সভাপতি হিসেবে মনোনীত করে কমিটি গঠন হয়। এতে অপর একটি অংশ চড়াও ওই মাদরাসার প্রধানসহ অন্য শিক্ষকদের কমিটি পরিবর্তনে চাপ দিতে থাকে।
তাদের কথা মতো কমিটি পরিবর্তন না করায় প্রকাশ্যে এক শিক্ষককে মারপিট করতে করতে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন পরিষদে। যা জাতি হিসেবে আমরা লজ্জিত। স্থানীয় গুন্ডা পান্ডা যারা মাদরাসার শিক্ষকদের উপর হাত তুলেছে এবং মারধর করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।