Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ আয়কর দিবস

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বুধবার জাতীয় আয়কর দিবস। ‘আমার জন্য আমার কর’- এই মূল প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি উদযাপন করবে। প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হলেও চলতি বছরে প্রথমবারের মতো ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সংস্থাটি আয়কর মেলা ও প্রথমবারের মতো আয়কর সপ্তাহের আয়োজন করে। আয়কর সপ্তাহের শেষ দিনে (৩০ নভেম্বর) আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে এনবিআর। আজ সকাল ৭টায় এনবিআরের সেগুনবাগিচা প্রাঙ্গণ থেকে র‌্যালির যাত্রা শুরু হবে। করবিষয়ক সচেতনতা বাড়াতে ওই র‌্যালিতে বিভিন্ন সেøাগানসংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হবে। র‌্যালিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান এমপি। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে বুধবার সকালে র‌্যালির আয়োজন করছে সংস্থাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ