Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ কোটি টাকা ফি নেন আইনজীবী গ্রামীণ টেলিকম পরিচালনা পর্ষদের রেকর্ডপত্র তলব

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত কর্মচারিদের পাওনা আদালতের মামলায় অ্যাডভোকেট ইউসুফ আলী ১২ কোটি টাকা নয় -১৬ কোটি টাকা ফি নিয়েছেন। তদন্ত শেষে হাইকোর্টে দাখিলকৃত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়। এর আগে অ্যাডভোকেট ইউসুফ আলী দাবি করেছিলেন, মামলায় মুহাম্মদ ইউনূসকে পরাজিত করে চাকরিচ্যুত কর্মচারীদের ৪৩৭ কোটি টাকা আদায় করে দিয়েছি। সেখান থেকে মোটা অঙ্কের ফি ক্লায়েন্টরা আমাকে দিয়েছেন। ১২ কোটি টাকার কথা যে বলা হচ্ছে, তা টোটালি একটি ইমাজিনারি ফিগার। তবে আমি বড় অঙ্কের ফি পেয়েছি। আমার ক্লায়েন্টরা বড় অঙ্কের টাকা পেয়েছেন, আমাকে বড় অঙ্কের ফি দিয়েছেন।
এদিকে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম কর্মকর্তাদের বিরুদ্ধে ৩শ’ কোটি টাকা পাচার অভিযোগ অনুসন্ধানে রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গত মঙ্গলবার রেকর্ডপত্র চেয়ে চিঠি দেন। চিঠিতে চাওয়া রেকর্ডপত্রের মধ্যে রয়েছে, গ্রামীণ টেলিকম কোম্পানির ১৯৯৭ থেকে বর্তমান পর্যন্ত পরিচালনা পর্ষদের বিস্তারিত তথ্য, গ্রামীণ টেলিকম কোম্পানি পরিচালনার আইন ও বিধিসমূহ, গ্রামীণ টেলিকম কোম্পানির লভ্যাংশ বিতরণের নীতিমালা সংক্রান্ত নথিপত্র।
পরিচালনা পর্ষদের কোনো সদস্যের এ কোম্পানি থেকে ঋণ গ্রহণের বৈধ অধিকার রয়েছে কি-না বা এ পর্যন্ত পর্ষদের কোন সদস্য কত টাকা ঋণ নিয়েছেণ এবং ঋণের অর্থ কীভাবে উত্তোলন করেছেন সে সংক্রান্ত রেকর্ডপত্র। গ্রামীণ টেলিকম কোম্পানির কত শেয়ার রয়েছে ও কার নামে শেয়ার রয়েছে Ñতারও কপি চাওয়া হয়েছে। এরকম অন্তত ১১ ধরণের রেকর্ডপত্র তলব করা হয়েছে দুদকের চিঠিতে।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই কমিশন গ্রামীণ টেলিকম পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়। এর পরপরই উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করে। সহকারী পরিচারক জেসমিন আক্তার এবং নূরে আলম সিদ্দিকী টিমের অপর দুই সদস্য। পরিচালক সৈয়দ ইকবাল হোসেন অনুসন্ধানটির তদারক কর্মকর্তা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ