Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ফ্লোর প্রাইসে প্রাণ ফিরল পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেওয়ার পর থেকে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ফলে গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এর আগে চলতি সপ্তাহে টানা তিন দিন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকল পুঁজিবাজারে।
আর্থিক খাতের শেয়ার দাম কমলেও ব্যাংক-বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে দাম বেড়েছে। সেই ধাক্কায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২০৬ পয়েন্ট।
সূচকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লেনদেন। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। যা চলতি বছরের ১০ মের পর সর্বোচ্চ লেনদেন। ওদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৮ কোটি ৫৮ হাজার টাকা। যা প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
ডিএসইর তথ্য মতে, দিনভর সূচকের বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন হয়েছে। বাজারটিতে ২৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৮৬৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। টাকার অংকে যার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকার।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ২৯০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, মালেক স্পিনিং, ইন্ট্রাকো, আইপিডিসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, কেডিএস এক্সেসরিজ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার ৯৫২ টাকার শেয়ার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ