Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়দেবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৬৫ তম শাখা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুরের জয়দেবপুরে ২৯ নভেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৬৫তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। অন্যদের মধ্যে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ যথাক্রমে এম শহিদুল ইসলাম ও মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ যথাক্রমে মোঃ তরিকুল আজম, মোহাম্মদ শওকত জামিল, মোঃ সোহরাব মুস্তাফা, গোলাম আউলিয়াসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের জয়দেবপুর শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ