পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাসোসিয়েশন আদারওয়েজ ইন্টারন্যাশনাল কর্তৃক দ্য গ্রিন ইরা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ’১৬। এতে বিশ্বের ৬০টি দেশের ৬০টি প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক মানের সেরা বিবেচনায় স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশের স্মার্ট গ্রæপের বিএম এনার্জি (বিডি) লিমিটেডও, যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্যও বয়ে আনে ব্যাপক সম্মান।
গত ২৮ নভেম্বর দুবাইয়ের জেডবিøউ মেরিয়ট হোটেলের হলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানটিতে বিশ্বসেরা ৬০টি প্রতিষ্ঠানের নিজ নিজ দেশের জাতীয় পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। এতে মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন স্মার্ট গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশের ব্যবস্থাপনা সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।