পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উল্লাপাড়ায় মঙ্গলবার সকালে উপজেলার দুটি ইউনিয়নের চারটি গ্রামে ৯১৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ও চরদমদমা গ্রামে ৫৯০টি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নে চৈত্রহাটি গ্রামে ১শ’ ৯২টি ও খৈইশ্বর গ্রামে ১শ’ ৩২টি পরিবারে একযোগে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বাবলু সরকার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম ছাড়াও বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মজুমদার, উল্লাপাড়া পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আব্দুস সামাদ সরকার, রিবলী ইসলাম কবিতা, নজরুল ইসলাম লেবু, হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও ফিরোজ উদ্দিন শেখ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।