পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টফ রিপোর্টার : চামড়াজাত ও পাদুকাশিল্পকে আরো নগদ প্রণোদনা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমর্যাদা আরো উজ্বল করার পরামর্শ দিয়েছে ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’। গতকাল দশম জাতীয় সংসদে ১৮তম বৈঠক কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন। গত ১৭তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পাদুকা ও চামড়া শিল্পজাত পণ্য রপ্তানি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় যে, বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিলো ৩৪২৫৭ মিলিয়ন মার্কিন ডলার। পাদুকা ও চামড়াজাত পণ্য বাংলাদেশর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য। চামড়াশিল্পকে ১৬.৫% হারে নগদ সহায়তা প্রদান করা হলে ২০২১ সাল নাগাদ পাদুকা ও চামড়াজাত পণ্যেরর্ প্তানি ৬ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হয়। দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার জন্য সংসদীয় কমিটির সাথে আলোচনাক্রমে বিচার বিশ্লেষণ করে কম সংখ্যক মেলায় অংশগ্রহণের সুপারিশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।