পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভুয়া গ্রেফতারি পরোয়ানায় কারাভোগের ঘটনায় গণস্বাস্থ্য কেন্দ্র,কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো:আওলাদ হোসেন ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো:আক্তারুজ্জামানের ডিভিশন বেঞ্চে তিনি এ তথ্য জানান। মো: দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তি মামলাটিতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছিলেন। তিনি এই অর্থ পরিশোধ করেন।
রিটকারীর আইনজীবী এমাদুল হক বশির আদালতকে বিষয়টি জানান। সেইসঙ্গে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের আর পরিচালনা করবেন না বলেও আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান এই আইনজীবী।
অ্যাডভোকেট এমাদুল হক বশির বলেন,ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো: আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ আওলাদ হোসেন হাতে পেয়েছেন। বিষয়টি আদালতকে অবহিত করেছি। রিটকারী আর এ মামলাটি চালাবেন না বলেও জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।