Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুদকের মামলায় এবিএম রূহুল আমিন হাওলাদারকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৮ এএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রূহুল আমিন হাওলাদারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন চাইলে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মামলা থেকে অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদকের করা রিভিশন পিটিশনের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।

এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ১৯৮৯ সালে রমনা থানায় মামলা করে। মামলার বিচারে নিম্ন আদালত তাকে অব্যাহতি দেন। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। এ আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ