পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুরে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের পুত্র হৃদয় হোসেন জানান, তারা মিরপুর ১৩ নম্বর সেকশনের বি-ব্লক, লেন-১, ২১ নম্বর বাসায় থাকেন। তার বাবা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। বিকেলে পাশের একটি একতলা বাড়ির ছাদে ওঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন তার বাবা। এক পর্যায়ে অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।