Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের মামলায় সাহেদের জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:১৮ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার কোর্ট। দুদকের পক্ষে আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (অধুনা বিলুপ্ত ফারমার্স ব্যাংক) পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলা সাহেদকে গত ২৮ জুলাই জামিন দিয়েছিলেন হাইকোর্ট। জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো: সাহেদ করিম,বাবুল চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর করা এজাহারে আসামিরা পরষ্পর যোগসাজশে ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ