Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোষণা দিয়ে শেয়ার কিনলে বিএপিএলসিকে সুবিধা : বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়িয়ে বাজারে লেনদেন আরও বাড়াতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ঘোষণা দিয়ে নিজের কোম্পানির শেয়ার কেনার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ জন্য নানা সুযোগ সুবিধা এবং ছাড় দেয়ার কথাও জানানো হয়েছে। গতকাল সোমবার বিএসইসি ভবনে বিএপিএলসির নেতাদের সঙ্গে বিএসইসির এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিশনের একটি দল বৈঠকে অংশ নেয়।

পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে বিএসইসি দ্বিতীয়বারের মতো সব শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে। এতে দুই দিনে বাজারে সূচক বেড়েছে ১৮৩ পয়েন্ট। পাশাপাশি যে লেনদেন চারশ’ কোটি টাকার ঘরে নেমে এসেছিল, সেটি ছাড়িয়েছে নয়শ’ কোটি টাকা। অর্থাৎ নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছেন।
বিএসইসি চাইছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়িয়ে বাজারে লেনদেন আরও বাড়াতে। পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার লক্ষ্যে এই বৈঠক হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়, টানা দরপতনে অনেক শেয়ার অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এই অবস্থায় বিনিয়োগ করে লাভবান হওয়া যাবে।
বিএপিএলসি নেতাদেরকে দুই উপায়ে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেয়া হয় বৈঠকে। প্রথমত, কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার কেনা। দ্বিতীয়ত, উদ্যোক্তা/পরিচালকদেরকে ঘোষণা দিয়ে নিজ কোম্পানির শেয়ার কেনা। ঘোষণা দিয়ে কেনার ক্ষেত্রে যদি আসন্ন বোর্ড সভাকে কেন্দ্র করে আইনে কোনো জটিলতা তৈরি হয়, বিএসইসি সেটি বিবেচনা করবে বলেও জানানো হয়। এ জন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
বিএসইসি বলেছে, কোম্পানিগুলো ও উদ্যোক্তা-পরিচালকেরা যদি বিনিয়োগ করেন, তাহলে নিজেরা যেমন লাভবান হবেন, একইভাবে বাজারকে সাপোর্ট দেয়া হবে। এতে করে সাধারণ বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররাও উপকৃত হবেন। বৈঠকে বিএপিএলসির সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ অন্যান্য নেতারা অংশ নেন। বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, বর্তমান বাজার পরিস্থিতির উন্নয়নে বিএপিএলসি নেতৃবৃন্দের সঙ্গে কমিশনের বৈঠক হয়। এতে কমিশনের পক্ষ থেকে তাদেরকে বিনিয়োগের জন্য আহ্বান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ