Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে মনিরুল ইসলামের যোগদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৮:২৭ পিএম

মো. মনিরুল ইসলাম রিন্টু ১ আগস্ট এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন। তিনি মাসিক শিক্ষাধারার পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) বর্তমান সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন (বিপিআরএ) এর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ) এর আজীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়্যোজুয়েট, রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিএসএএ) এর আজীবন সদস্য, বাংলাদেশ জনসংযোগ সমিতির কার্যনির্বাহী সদস্য এবং রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশার আজীবন সদস্য।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে যোগদানের আগে তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি ও জনসংযোগ শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মনিরুল ইসলাম ১৯৯০ সালে তিনি সাংবাদিকতা পেশায় মনোনিবেশ করেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিজেকে এই পেশায় নিয়োজিত রাখেন। তারপর ২০০৬ সালে শিক্ষা ধারা নামে মাসিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন যা এখন পর্যন্ত সুনামের সাথে প্রকাশ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ