Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোলাবাজারে ১০৮ টাকায় বিক্রি হচ্ছে ডলার

কারসাজি ধরতে বাংলাদেশ ব্যাংকের অভিযান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৮ টাকা থেকে ১০৮ দশমিক ৭০ টাকায়। গতকাল রোববার ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজার থেকে এ তথ্য জানা গেছে। তবে গতকাল অনেকটাই স্থিতিশীল ছিল ডলারের বাজার। রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার একাধিক মানি চেঞ্জার জানান, গতকাল সকাল থেকে তারা ১০৬-১০৭ টাকা রেটে ডলার কিনছেন। একই দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। অনলাইনে ফরেক্স ট্রেডিং বা অনলাইন মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল প্ল্যাটফর্মে ডলারের কারসাজি ধরতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩১ জুলাই) অনলাইনে ফরেক্স ট্রেডিং বা অনলাইন মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে বৈদেশিক মুদ্রায় লেনদেন হয় এমন অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ২টি পরিদর্শন টিম অভিযানের মাধ্যমে দেখবে হুন্ডি বা অন্য কোনো ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠান ডলার কেনাবেচা করছে কি না। যদি কোনো অনিয়ম পাওয়া যায় তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
ডলারের বাজারে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ঘোষণায় কিছুটা স্থিতিশীল হয়েছে বৈদেশিক মুদ্রার বাজারটি। ঈদের আগে ও পরে মার্কিন ডলারের দাম ১০০ থেকে ১০২ টাকার মধ্যে বেচাকেনা চলছিল। তবে গত মঙ্গলবার সেটি বেড়ে সর্বোচ্চ ১১২ টাকায় বিক্রি হয়। অবশ্য এরপর দিনই কিছুটা কমে ১০৮ টাকায় বিক্রি হয় মুদ্রাটি। এরপর থেকে খোলাবাজারে ডলারের দাম কিছুটা ওঠানামা করেছে। ডলারের সঙ্কটের কারণে বাজারে অস্থিরতা চলমান। এটি স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সঙ্কট শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। বর্তমানে মুদ্রাবাজারে বাংলাদেশ ব্যাংকের দর ৯৪ দশমিক ৭০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ