পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিজ সন্তানের স্বীকৃতির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এক মা। চিকিৎসক স্বামী অস্বীকার করছেন তার সন্তানকে। বিষয়টি আদালত অবধি গড়ালেও নানা কৌশলে চাপে রেখেছেন এই মাকে। বাধ্য হয়ে সন্তানের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। গতকাল শনিবার রাজধানীর বেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস আসমা নাম্নী এই মা ৪ বছর বয়সী শিশু সন্তানসহ হাজির হয়ে বলেন,রাজধানীর পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা: আবদুস সালামের সাথে তার পারিবারিকভাবে পরিচয় হয়। পরে তিনি আমাকে তার বাসায় একটি অজুহাত দিয়ে নিয়ে গিয়ে ওষুধের মাধ্যমে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। সেই চিত্র মোবাইলে ধারণ করে তিনি তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। আমি এতে প্রবল আপত্তি তুললে একজন হুজুর ডেকে ইসলামী শরীয়াহ মোতাবেক আমাকে বিয়ে করেন। তবে ওই বিয়ে কোনো কাজী অফিসে রেজিস্ট্রি হয়নি। পরে আমার গর্ভে সন্তান চলে আসে।
২০১৮ সালের ১৭ জুন এই সন্তান প্রসব হয়। তার নাম রাখা হয়েছে শিহাব আহমেদ। কিন্তু ডাক্তার আবদুস সালাম এই সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।