পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কদমতলীতে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে আরাফাত ইসলাম নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলীর জুরাইনের একটি বাসায় এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির মামা রুবেল রহমান সাংবাদিকদের বলেন, বাসার বারান্দায় খেলার ছলে কাপড় শুকানোর রশি পেঁচিয়ে ঝুলতে চেয়েছিল। এ সময় রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে আরাফাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণার পর পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে চলে যান। এ কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আরাফাতের মামা বলেন, আরাফাতের বাবার নাম আজিজুল হক। তিনি একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি বগুড়ায়। জুরাইন এলাকার একটি চারতলা বাসার চতুর্থ তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন তিনি। দুই সন্তানের মধ্যে আরাফাত বড়।
পুলিশের একজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর প্রকৃত কারন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।